Homeজেলাজুড়েনাটোরের বড়াইগ্রামে বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা আদায়

নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা আদায়

নাটোর নিউজ বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৪ মার্চ) বিকেলে  উপজেলার বনপাড়া বাইপাস এলাকার বিভিন্ন ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মারিয়াম খাতুন। এসময়  বিভিন্ন অপরাধে ৩ টি ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়  এবং দোকান থেকে মেয়াদ উত্তির্ণ ও  বিভিন্ন কোম্পানির স্যাম্পল ঔষধ জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মারিয়াম খাতুন জানান, গোপন সাংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করে দোকানের ট্রেড লাইসেন্স না লাইসেন্সের শর্ত না মানা সহ বিভিন্ন অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া দোকান থেকে মেয়াদ উত্তির্ণ ঔষধ ও বিভিন্ন কোম্পানির স্যাম্পল ঔষধ জব্দ করা হয়।
Previous article
Next article
নাটোরের বড়াইগ্রামের রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে একুশে বইমেলা জমে উঠেছে। বই মেলার স্থানটি নাটোর ও পাবনা জেলার সীমানাঞ্চল হওয়ায় দুই জেলার বই প্রেমী মানুষের উপস্থিতি যেন মিলন মেলায় পরিণত হয়েছে। সপ্তাহব্যাপী বইমেলার ২২তম এই আসর শুরু হয়েছে শুক্রবার ও শেষ হবে বুধবার। নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন। একুশে গ্রন্থাগারের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারের আয়োজনটাও অনেক বেশি বর্ণীল। মেলার ৩য় দিন রবিবার রাত ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বইমেলার মুল মঞ্চ, খাবার, প্রসাধনী সহ গ্রাম্য মেলার পসরা সেজেছে নাটোর সীমানায় এবং বইয়ের ৪৮টি স্টল রয়েছে পাবনা সীমানায়। মেলার পুরো অংশ জুড়েই রয়েছে নারী-পুরুষ ও শিশুদের সরব উপস্থিতি। মেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি গোপালপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক জানান, মেলায় প্রতিদিনই থাকছে দুই জেলার বিশিষ্টজনদের উপস্থিতি, বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একুশে গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানান, বইমেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তায় রয়েছে সিসি ক্যামেরা, শতাধিক স্বেচ্ছাসেবী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বইমেলায় দর্শনার্থীদের ভীড় ও স্টলে
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments