Homeজেলাজুড়েভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মিলন মেলাকে ঘিরে উত্তরা গণভবনে শেষ মুহুর্তের প্রস্তুতি

ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মিলন মেলাকে ঘিরে উত্তরা গণভবনে শেষ মুহুর্তের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, নাটোর: ভারত-বাংলাদেশ ৫ম সাংস্কৃতিক মিলন মেলাকে ঘিরে নাটোরে উত্তরা গণভবনে চলছে শেষ মুহুর্তের প্রস্ততি।
আগামীকাল রোববার সকাল ১০টা থেকে উত্তরা গণভবন এবং নাটোর রাজবাড়িতে দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্ম। এ ছাড়া ত্রিপুরা, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরও তিন মন্ত্রী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন।
সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই দেশের শিল্পীবৃন্দ অংশগ্রহন করবেন। মিলন মেলাকে প্রাণবন্ত করতে উত্তরা গণভবনের ভিতরে কুমার প্যালেসের সামনে করা হয়েছে মঞ্চ। ভবনগুলোর সৌন্দযর্য বৃদ্ধিতে দেয়া হচ্ছে রং। আর ভিতরের পায়ে হাটা রাস্তাগুলোতে করা হচ্ছে আলপনা।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments