নাটোর নিউজ নলডাঙ্গা: নলডাঙ্গায় সহকর্মির পিতার জানাজায় যাওয়ার পথে সড়ক নির্মাণের বালুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রাণ কোম্পানির ডিপো ম্যানেজার কামাল হোসেন নিহত হয়েছে।আহত হয়েছে গাড়ির ডাইভার সাজদার হোসেন।আহত সাজদার কে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক কে আটক করা হলেও চালক পালিয়ে যায়।বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলার নলডাঙ্গা-ব্রহ্মপুর সড়কের আড়িয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন (৩৫) উপজেলার ব্রহ্মপুর মাজিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও নাটোর প্রাণ কারখানার ডিপো ম্যানেজার।আহত সাজদার হোসেন (৪০) একই গ্রামে বাড়ি ও প্রাণ কারখানার গাড়ির ডাইভার।
নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বুধবার বিকালে প্রাণ কোম্পানির কয়েকজন সহকর্মি মোটরসাইকেল যোগে উপজেলার ব্রহ্মপুর হাজিপাড়া গ্রামে আরেক সহকর্মি সোহেল রানার পিতা আয়ের আলীর জানাজায় যাচ্ছিছিলেন।পথে উপজেলার নলডাঙ্গা-ব্রহ্মপুর সড়কের আড়িয়াপাড়া এলাকায় বাঁকে সড়ক নির্মাণের বালুবাহি ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল আরোহী কামাল হোসেন ঘটনাস্থলেই মারা যায়।আর আহত হয়েছে কামালের সাথে থাকা গাড়ির ডাইভার সাজদার হোসেন।আহত সাজদার কে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,এ ঘটনায় ঘাতক ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে যায়।চালক কে আটক করার চেষ্টা চলছে।