নাটোর নিউজ: বিচারের আশায় যুবলীগ নেতা হাসানের পরিবার। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বিকেলে হাসানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যার ঘটনায় স্বানীয় আওয়ামী লীগ কর্মি সালাউদ্দিন সেন্টু, সোহান, সজিব ও শাওনসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত হাসান আলীর ভাই শহিদুল ইসলাম খাঁ। এই ঘটনায় শাওন ও সজিব নামের প্রধান দুই আসামি আটক থাকলেও অপর বিবাদীরা জামিনে বাইরে রয়েছে।
হাসানের ছোট ভাই সোহেল জানান বাকি আসামিরা বাইরে থাকায় তারা অনবরত হুমকি-ধামকি এবং হামলা চালিয়ে যাচ্ছেন তাদের উপরে। তিনি আরো জানান, হত্যার তিন বছর অতিক্রান্ত হলেও বিচার সম্পন্ন না হওয়ায় তার মা আরো অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তার ছেলের হত্যাকারীদের শাস্তির দেখে যেতে চান।
এলাকার রহিম নামে হাসানের প্রতিবেশী জানান, বিচার শুরু হতেই দেরি হয়েছে। চারবার তদন্ত অফিসার বদল হতে এই কাল ক্ষেপন হয়েছে। হাসানের ভাই অর্থাৎ এই মামলার বাদী শহিদুল ইসলাম আশা প্রকাশ করেন, দ্রুতই তার ভাইয়ের হত্যার বিচার সম্পন্ন হবে।