স্টাফ রিপোর্টার, নাটোর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি নাটোর – বগুড়া মহাসড়কের কাজের অগ্রগতি না থাকায় জনদূর্ভোগে সমালোচনা করেন। এসময় তিনি ১ মাসের মধ্য কাজের অগ্রগতি না হলে সংশ্লিষ্ট ঠিকাদার কে কালো তালিকাভুক্ত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সোমবার দুপুরে জেলা পর্যায়ে হাইটেক পার্ক বাস্তবায়ন প্রকল্পের সিংড়া উপজেলায় হাইটেক পার্ক সহ উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা সিংড়ায় ২৮০ কোটি টাকা ব্যয়ে ৫ টি আইটি প্রতিষ্ঠান উপহার দিয়েছেন।
প্রতিমন্ত্রী পলক আরো বলেন, দেশের ১৭ কোটি মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে।
সারাদেশে ২০ লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থানের সুযোগ করেছেন জনাব সজিব ওয়াজেদ জয়। তরুনদের মধ্য বিশ্বজয়ের স্বপ্ন সারথি তিনি।
উপজেলা নির্বাহি অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়ায় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন আমি লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।