নাটোর নিউজ: প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে এনটিআরসিএ নিবন্ধিত সনদধারীরা।
আজ শুক্রবার সকালে তারা শহরের মাদরাসা মোড়ে জেলা শিক্ষা অফিসের সামনে তারা এই মানববন্ধন করেন। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের ব্যানারে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে তারা এই মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তব্যদেন নাটোর জেলা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যরা।
এ সময় তারা বলেন, প্যানেল ভিত্তিক নিয়োগ না দেয়ায় নিয়োগের ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে না। এতে করে পূর্বের সনদধারীরা যোগ্য হওয়ার পরও নিয়োগ বঞ্চিত হচ্ছেন। এছাড়া একই বিভাগ একজন শিক্ষার্থীকে একটি পদেই আবেদনের বিধান রাখারও দাবি করেন তারা।
তারা বলেন, চাকুরির যোগ্যতা অর্জন করার পরও তাদের নিয়োগ না দিয়ে পরে নিবন্ধিতদের নিয়োগ প্রদান করছে যাতে করে তারা সমাজের বোঝা হয়ে বেকারত্বের অফিশাপ বয়ে বেড়াচ্ছেন। অবিলম্বে প্যানেল ভিত্তিক নিয়োগ কার্যক্রম চালু না করলে আমরণ অনশনে যাওয়ারও ঘোষনা দিয়েছেন তারা।