নাটোর নি্উজ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাতনী ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ছাতনী ইউনিয়নের শিবপুরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, ছাতনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ও সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসু ।
উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটের মাধ্যমে মোস্তফা পাটোয়ারী সভাপতি ও খাইরুল ইসলাম মুক্তা সাধারণ সম্পাদক এবং শাহিনুর রহমান শাহিন কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ছাতনী ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়।