মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা পরিবার জন্য দোকানঘর বরাদ্দের দাবিতে স্মারকলিপি প্রদান
নাটোর নিউজ: নাটোর সদর উপজেলা কমপ্লেক্সের দোকানঘর শর্ত সাপেক্ষে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে শুধু মাত্র মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বরাদ্দ প্রদানের দাবিতে নাটোর সদর ইউ এন ও বরাবর স্মারক লিপি প্রদান করেছে নাটোর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
আজ ৭ ফেব্রুয়ারী সোমবার বেলা সাড়ে ১১ টায় নাটোর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধ সন্তান কমান্ডের এক প্রতিনিধি দল নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুনের হাতে নাটোর সদর উপজেলা কমপ্লেক্সের দোকানঘর শর্ত সাপেক্ষে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে শুধু মাত্র মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বরাদ্দ প্রদানের দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করে।
স্মারক লিপিতে স্বাক্ষর করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাটোরের আহ্বায়ক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ও সংগঠকের কন্যা উমা চৌধুরী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধার সন্তান সৈয়দ মোস্তাক আলী মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নবিউর রহমান পিপলু, বীর মুক্তিযোদ্ধা তপন রায়, বীর মুক্তিযোদ্ধা মোতাহার আলী,সন্তান কমান্ডের যুগ্মআহ্বায়ক রফিকুল ইসলাম নান্টু, সদস্য ফরহাদ হোসেন পৌর সন্তান কমান্ডের সভাপতি আসাদুল ইসলাম বাচ্চু সাধারণ সম্পাদক বিউটি কোলী সহ আনান্য বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।