বসন্ত
ডন শিকদার
শীতের শেষে অথবা বসন্তের শুরুর দিকে,
বাতাসে একটা জ্বর জ্বর ভাব থাকে।
সেই বাতাসে শরীরে মধুর ব্যাথা অনুভূত হয়।
তবে সবচে মধুর লাগে,
জ্বর আসার আগে আগে পূর্বাভাস।
নিঃশ্বাস গরম হয়ে আসাটা অতুলনীয়,
মাথাভর্তি ঘোর,
বিনামূল্যের হ্যাঙ্গওভার কাটিয়ে ওঠার
উপায় থাকেনা, সময়ের আগে।
তবুও আকাশী পুলওভার গায়ে,
গাঁয়ের মেঠোপথে হাটতে,
পদ্মার তীরে,
সিমলা পার্কে বসে থাকতে ভাল লাগে।
ভাল লাগে রায়ের বাজারের এটা-ওটা চেখে দেখতে।
কিছু মানুষের বিরক্তিকর উদ্বেগ,
কিছু মানুষের ঠান্ডা হাত কপালে,
ভাল লাগে।
ভাল লাগে,
পাপ এড়িয়ে পূণ্যের হিসেব মেলাতে।
মধ্য রাত, অসময়ে জেগে ওঠা ভোর শেষে
সূর্যাস্তে গা ঘেমে জ্বরের বিদায়ে, ভাল লাগে।
জ্বর চলে যাবার পরে,
কিছু রাত বেশ একা একা লাগে,
ঘরভর্তি শূণ্যতা নিয়ে অপেক্ষা করি,
আগামী বসন্তের…..