সুজিত ঘোষ এর দু’টি কবিতা
শিরোনাম: পরাজিত
কলমে: সুজিত ঘোষ
এত মিথ্যার ভিড়ে সত্যকে
খুঁজে পাওয়া বড়ই মুশকিল
তোমার দেওয়া কথা গুলোর
সত্যতা আজো পাইনি আমি।
তোমার দেওয়া কথা আমি
সত্য বলে জেনে এসেছি
তোমাকে আমি নিজের চেয়েও
বেশি বিশ্বাস করে এসেছি।
এত মিথ্যার ভিড়ে তোমাকে
আমি বিশ্বাস করে ভালোবেসেছি
আমার বিশ্বাস আমাকে কষ্ট দেয়নি
কষ্ট দিয়েছে তোমার মিথ্যা ভালবাসা।
তোমার মিথ্যা ভালোবাসার অভিনয়
আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম
তুমি সত্যিই আমাকে ভালোবাসো
আমি সত্যিই তোমাকে ভালোবেসেছি।
আজো তোমাকে আমি ভালোবাসি
তোমাকে বিশ্বাস করতে চাই আমি
কাছে এলে তুমি সব ভুলে আমি
তোমাকে বুকে নেব জড়িয়ে।
তোমার মিথ্যা ভালবাসার অভিনয়ের
কাছে আমি পরাজিত কারণ আমি
আমার স্বপ্নের মাঝে এখানো তোমাকে পাই
তোমার প্রতিচ্ছবি ঘ্রাণ আমায় পাগল করে।
শিরোনাম: দাও ফিরিয়ে
কলমে: সুজিত ঘোষ
আমার পৃথিবী নীরব নিথর
চঞ্চল মন অসহায় অচল
তারারা আর জ্বলে না আমায় চেয়ে
পৃথিবী মোর অন্ধকার।
রাত জাগা এ চোখ চেয়ে আছে
নক্ষত্রের দিকে থমকে গেছে সময়
প্রিয়ার মৃত্যুর মতন গভীর শোক
এ পৃথিবীতে আর কিছুতেই নেই।
সারা রাত জেগে হাতজোড়ে
করি মিনতি বিধাতার কাছে
দাও ফিরিয়ে আমার প্রিয়ারে
প্রিয়াহীন এ জীবন নীরব নিথর।
এ যন্ত্রণা বুঝতে পাড়লে তুমি
ফিরিয়ে দিও আমার প্রিয়ারে
মরুভূমিময় আমার পৃথিবী
জীবন আমার অসহায় নির্জন।
যন্ত্রণার ভাষা শূণ্য ডায়েরিটা বোঝে
ডায়েরিতে যন্ত্রণা গুলো লেখার
শক্তি সাহস নীরব নিথর
চোখের বিন্দু বিন্দু জলে ভরে পাতা।
মধ্যেরাত্রি ঘুমিয়ে পড়েছে রাত
নিদ্রাহীন আমার চোখ খোজে শুধু প্রিয়ারে
অনিয়মের পথে থমকে গেছে সময়
নীরব নিথর আমার পৃথিবীতে ফিরিয়ে দাও প্রিয়ারে।