লালপুরে গলায় মাংস আটকে শিশুর মৃত্যু
লালপুর, নাটরে নিউজ:
নাটোরের লালপুর উপজেলা গলায় মাংস আটকে আবু রায়হান নামে ১১ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর হাসপাতালের চিকিৎসক ও স্থানীয়রা জানায়, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ও ওই এলাকার জাদুর আলীর ছেলে আবু রায়হান। বাড়ির সবার অগোচরে মায়ের রান্না করা মাংস খেতে ঢুকে রান্নাঘরে। এ সময় তাড়াহুড়ো করে মাংস খেতে গিয়ে গলায় একটি টুকরো আটকে যায়। বিষয়টি জানতে পেরে মা ও পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা আবু রায়হানকে মৃত ঘোষণা করেন।
লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুরুজ্জামান শামীম জানান, গলায় ও শ্বাসনালীতে মাংস আটকে শ্বাস বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালে আনার অনেক আগেই আবু রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।