সিংড়ায় কৃষকের ভুট্টা জমি নষ্ট করলো প্রতিপক্ষরা
নাটোরের সিংড়ায় শেরকোল ইউনিয়নের সিধাখালী গ্রামে
নিখিলের আাবাদী ভুট্রা ও বাদামের জমি নষ্ট করেছে প্রতিপক্ষরা। এবিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক নিখিল কুমার মন্ডল সুবাস সহ ৫ জনকে আসামী করে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সুত্র ও অভিযোগে জানা যায়, পৈত্তিক সুত্রে প্রাপ্ত হয়ে
দীর্ঘদিন থেকে নিখিল কুমার মন্ডল ও তাঁর ভাইয়েরা ২১ শতক জমিতে আবাদ করে আসছেন। ঐ জমির ২০ শতাংশ জমিতে বাঁশ ঝাড় করেন। এবছর ঐ জমিতে ১ মাস আগে ভুট্টা এবং বাদাম চাষ করেন। গত বুধবার সকাল ৮ টার দিকে বিবাদী সুবাস, প্রভাত, বকুল মন্ডল, ভবেশ গৌরাঙ্গের নেতৃত্বে নিখিলের জমির আবাদ নষ্ট করে ফেলে এবং প্রায় ৫০/৬০ টি বাঁশ কেটে নেয়। এতে ঐ কৃষক ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
কৃষক নিখিল জানান, আমরা খেটে খাওয়া দিনমজুর। বাপ দাদার আমল থেকে জমি চাষ করে আসছি। খাজনা খারিজ সব রয়েছে। আমরা ভোগ দখল করে আসছি। একটি কুচক্র আমাদের জমি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা জাল দলিল তৈরি করেছে। এ বিষয়ে তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।