Homeসাহিত্যঅহংকার - সাইফ সালাহউদ্দীন এর কবিতা

অহংকার – সাইফ সালাহউদ্দীন এর কবিতা

অহংকার
সাইফ সালাহউদ্দীন

যদি তোমার অহংকারের দাপটে
ভেঙ্গে পড়ে ঊর্ধ গগন,
তবে আজই জেনে রাখো তুমি
অহংকার তোমার আনবে পতন।
তাই বলি-
আগে থেকে হও তুমি সচেতন।
পৃথিবীর শত শত কালো আধার,
এনে দিতে পারে তোমার অহংকার।
তাই বলি-
আগে থেকে হয়ে যাও সাবধান,
চলে যেতে পারে তোমার সম্মান।
চলে আসবে হয়রানি
এবং দুঃখ ,কষ্ট গ্লানি,
যদি বন্ধ না করো অহংকারের কালো পানি।
ইসলাম কভু অহংকার করাকে
করে না সমর্থন,
সুতরাং মুসলিম হলে গড়
অহংকারমুক্ত সুন্দর জীবন।
এখনও আছে সময়
করো না নিজের অবক্ষয়।
জেনে রাখো আবার-
অহংকার আনবে কালো আধার,
তাই তো থাকতে সময়,
ছেড়ে দাও অহংকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments