আরমানউজ্জামানের কবিতা
বন্ধুত্বের কবি!
একদিন গভীর আবেগে প্রতিজ্ঞা করে বলেছিলে,
এসো বন্ধু হই নিরবে!
জানতে চেয়েছিলাম, যদি ভুলে যাও!
বড্ড অভিমান করে বলেছিলে,
মরে গেলেও ক্ষমা নেই বুঝি!
অতঃপর একদিন আমরা বন্ধু হই
তার অনেকদিন পর
একটি কাব্যের নাম হয় ‘বন্ধুত্ব!’
কবি লিখেছেন,
আবেগে
বিবেক নষ্ট হয়।
উপেক্ষায়
অপেক্ষা বাড়ে
বন্ধু।
আমার কষ্ট হয়
ভুলে
যেতে
তোমাকে!
তোমার কষ্ট হয়
মনে
রাখতে
আমাকে!
দুজনেরই কষ্ট!