আধুনিক
দেবব্রত সরকার
আমরা উত্তর আধুনিক এক
প্রতিশ্রুতির মুলা যুগে বাস করছি,
সবাই প্রতিশ্রুতি দিচ্ছে
কেউ কিছুই করছে না।
মা হারা শিশুর মতো
পথে পড়ে আছি
ভীষণ ক্ষুধায় চিৎকার করছি।
অস্ফুট সে শব্দ যারাই শুনেছে
প্রতিশ্রুতির বড় বড় মুলার কথা বলে গেছে।
সংবেদনশীল স্রস্টা
বলে গেছে উত্তরাধিকারের পাপের কথা
উত্তর আধুনিক মিথ্যা যুগের কথা।
ভালোবাস হীন এক পৃথিবীর কথা।
আমার ক্ষুধা নিবারন হয়নি তাতে
পরিহাস করে করে
বন্ধুরা সংকীর্ণতার
জৈবিক চাহিদার কারাগারে
বন্দি হয়ে গিয়েছিলো।
অলীক এক সর্গের সন্ধানে
মানুষ গুলো কেবলি অধুনিক
বন্ধন হীন একাকিত্বের পৃথিবী
রচনা করছিলো।
আমারা শুধুই আমাদের
ক্ষুধাকে অস্বীকার করে ভেসে যাচ্ছিলাম,
পার্থিব লোভ আর মোহে
মাকাল ফলের মতো মানুষ গুলো
হয়ে উঠে ছিলো ভীষণ আধুনিক।