Homeসাহিত্যযন্ত্রণা - সুজিত ঘোষ এর কবিতা

যন্ত্রণা – সুজিত ঘোষ এর কবিতা

শিরোনাম: যন্ত্রণা
কলমে: সুজিত ঘোষ

তোমার কথা গুলো মনে পড়ে যখন
দুচোখ বয়ে জল গড়িয়ে পড়ে
সত্যিই তোমাকে এখানো ভালোবাসি
তোমার স্মৃতি কথা এখনো যায়নি ভুলে।
মনে আছে কি সেই দিনগুলোর কথা
তুমি বলেছিলে মরণো আমাদের
করতে পাড়বে না কখনো আলাদা
তুমি আমাকে অনুপ্রাণিত করেছিলে।
আমি তোমাকে বলেছিলাম পাড়বে কি তুমি
তোমার দেওয়া কথা গুলো রাখতে !
তুমি আমার দিকে অপলক দৃষ্টি রেখে
মনের অজান্তেই হাত দুটি চেপে ধরেছিলে।
তোমার সেদিনের কথা গুলো আজো কানে বাজে
মরণ যদি না আসে আমাকে তোমার কাছ থেকে
কেউ করতে পারবেনা কোন দিন আলাদা
আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশী ভালোবাসি।
আমি সেদিন তোমাকে কথা দিয়েছিলাম
আমার জীবনে যতদিন আছে প্রাণ আমি তোমার
সত্যি বলছি আজো আমি শুধু তোমারি
অথচ তুমি আজ আমাকে ছেড়ে অনেক দূরে।
আমি এখনো ভুলতে পাড়িনি তোমার ছোঁয়া
তোমার দেওয়া প্রতিশ্রুতি তোমার ভালোবাসা
তোমাকে না পাওয়ার সীমাহীন তীব্র যন্ত্রণা
আর্ত- চিৎকার তুমি বুঝবে না বুঝার চেষ্টাও করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments