Homeসাহিত্য“পূর্ণতা” - প্রিন্স মাহমুদের কবিতা

“পূর্ণতা” – প্রিন্স মাহমুদের কবিতা

[ প্রিন্স মাহমুদের কবিতা- “পূর্ণতা”।]

গুণে গুণে তিরিশ বসন্ত পার করে…
একটা চুরি যাওয়া রাতের অপেক্ষায়-
প্রহর গুণে অমরাবতী চাঁদ।

নক্ষত্রের সিঁড়ি বেয়ে মহাকাশ ছুঁতে চায়,
নিরদের উচ্চকিত অভিলাস।

ট্রিগার থেকে বুলেট বেরিয়ে যায়।

যদিও কন্ঠে জড়ানো তার নীল মনিহার,
তবুও মায়ার জোয়ারী টানে-
ভেঙ্গে যায় আসমান।

এমন ভালোলাগা কবিতায়-
অস্ফুট শব্দের পদাবলীতে রচিত হয়
পাললিক সমুদ্রের সফেন।

অলক্ষ্যে চলে যায় সমকাল, আহ্!

অতঃপর-
ভৈরবী রাগিনীর ঠোঁটে লেগে থাকে
এক চিলতে রোশনাই।

—————-
নাটোর, বাংলাদেশ।
১৯-০১-২০২২

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments