সিংড়ায় ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত তানজিলা খাতুন বাঁচতে চায়
সিংড়া নাটোর নিউজ: সিংড়া উপজেলার ভাগনাগরকান্দী গ্রামের তোফার মেয়ে তানজিলা খাতুন। স্বামী ভ্যান চালক। সংসারে রয়েছে ৬ বছরের একটি সন্তান। ক্যান্সারে হওয়ার পর তাঁর স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা সামান্য একজন কৃষক। তাই বেঁচে থাকার স্বপ্ন অনেকটা অন্ধকারে। চিকিৎসার জন্য ব্যয় করতে গিয়ে বিপদগ্রস্ত এই পরিবার। টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেনা। বিত্তবানরা এগিয়ে এলে তানজিলা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
অসুস্থ্ তানজিলা বলেন, চিকিৎসার জন্য তার স্বামী এক টাকাও খরচ করতে পারবেনা। অসুস্থতা অবস্থায় তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এজন্য তিনি মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সুদৃষ্টি কামনা করেছেন।
জানা যায়, তানজিলার বোন বিগত ৩-৪ বছর আগে এমন একটি রোগে আক্রান্ত হয়ে টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ছোট একটা বাচ্চা রেখেই মারা যায়।
আসুন, ধনী-বিত্তবান-দানশীল ব্যক্তিরা মানবতার সেবায় এগিয়ে আসি।