নাটোর নিউজ: নাটোরের দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদে ৪৫ দিনের মধ্যে জন্মনিববন্ধন করায় শিশুদের উপহার ও জন্মসনদ প্রদান করা হয়েছে।
সকালে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন পপিষদ কার্যালয়ে জননিবন্ধনকারী শিশুদের অভিভাবকের হাতে এই উপহার ও জন্মসনদ তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় তিনি বলেন, নবনির্বাচিত চেয়ারম্যানের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। এই কার্যক্রম মানুষকে জন্মনিবন্ধন সনদ গ্রহনে আগ্রহী করবে। যাতে করে সরকারের শতভাগ জন্মনিবন্ধন কার্যক্রম গতিশীলতা পাবে। তিনি সনদ নিতে আসা অভিভাবকদের প্রতি হাবান জানিয়ে বলেন, আপনাদের সন্তানকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করবেন। শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হিসাবেও তাদের গড়ে তোলার চেষ্টা করবেন।
চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ জানান, তার দায়িত্বকালীন সময় যারাই ৪৫দিনের মধ্যে নিবন্ধন করবেন তারাই আগামী ৫ বছর এই উপহার পাবেন। এছাড়া যারা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না তাদেরকেও সহায়তা করা হবে জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা কামাল হোসেন সহ পরিষদের সচিব ও সদস্যবৃন্দ।