নাটোর নিউজ গুরুদাসপুর: “মানুষ মানুষের জন্য” এই স্লোগানে নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ অটিজম এ্যান্ড ডিজএবিলিটি ইন্সিটিটিউটের আয়োজনে তিন শতাধিক অসতায় হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারী) সকাল ১০টায় খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ডাঃ জাহিদুল বারী উপস্থিত থেকে ওই শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন , বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সমাজসেবক আব্দুল আলিম, ফজলুর রহমান, নুরুজ্জামান, ইয়ানুস মাহমুদ, বুলবুল আহমেদসহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথি ডাঃ জাহিদুল বারী বলেন, চলনবিল অঞ্চলে শীত জেগে বসেছে। এই এলাকার অসহায় হতদরিদ্র মানুষের পাশে এই সময়ে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমার অনেক ভাল লাগছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।