নাটোর নিউজ: নাটোর তথা চলনবিল অঞ্চলের সাংবাদিকদের গুরু ছিলেন চলনবিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আত্হার হোসেন। কবিতা ও নাট্য চর্চা, সাংবাদিকতাসহ বিভিন্ন গুণাবলীর কারণে সবাই তাঁকে গুরু বলে ডাকতেন। গুরু তাঁর কর্মকান্ডের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল।” সদ্য প্রয়াত আত্হার হোসেনের মৃত্যুতে চলনবিল প্রেসক্লাবে শুক্রবার বেলা দশটায় আয়োজিত শোকসভায় এসব কথা বলেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী। এছাড়া দৈনিক দিবারাত্রি পত্রিকার উপদেষ্টা আব্দুল কাদের, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আককাছ, অধ্যক্ষ জালাল উদ্দীন শুক্তি, গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দীল মোহাম্মদ, শহীদুল ইসলাম, শাহজাহান আলী, এমদাদুল হক, বাবুল হাসান, রাশিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে আত্হার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সোহাগ আরেফীন।