ছড়ার নামঃ ” মেঘবালিকা ”
~ ফাহাদ হোসেন ফাহিম
জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে আকাশ কাঁদে হায়,
আষাঢ় শেষে শ্রাবণ বন্যায় কৃষক অসহায়!
কদম ফোটে নীপতলায় ব্যাঙের দল গায় গান,
মেঠোপথে ঘাসফুল নাচে মনটা করে আনচান,
নধরদেহী নদী হাসে নৌকায় উড়ে ছেঁড়া পাল,
কিশোর ছেলেরা কাবাডি খেলে ভাঙে জমির আল।
মিওছানার দুষ্টুমি আর ছোট্ট ধেনুর মিষ্টি ডাক,
শালুকের সাথে জলকেলিতে মাতে কলমি শাক।
টাপুরটুপুর বৃষ্টি শেষে রামধনু হাসে প্রত মুখে,
দুয়ারে দাড়িয়ে খুকী হাসে, শ্রাবণ সন্ধ্যার সুখে।
বৃষ্টির ফোটা হাতে নিয়ে খুকী গায় মনের গান,
উপর থেকে খুকীকে দেখে মুচকি হাসে আসমান।
একরত্তী চড়ুই ভিজে নরম জলে, খুকী যে বড়োই একা,
খুকীও আজকে বৃষ্টিতে ভিজে হবে মেঘবালিকা।
ধবল বক ছানাকে শোনায় মেঘবালিকার কিচ্ছা,
ছানার মনেও স্বপ্ন জাগে, জাগে মেঘবালিকা হবার ইচ্ছা।
লেখকঃ কবি, প্রাবন্ধিক
শিক্ষার্থী, পশুপালন অনুষদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ