তুমি
প্রত্যয় সাহা।
আমি তোমার ব্যাকরণ জানতে গিয়ে
জেনেছি এক বিশাল সমুদ্র।
আমি তোমাকে বুঝতে গিয়ে পেয়েছি ,
এক নৈরাজ্যকর অনুভূতি।
আমি তোমাকে খুঁজতে গিয়ে,
খুঁজে ফিরি তোমার সমস্ত নাম ,
আমি তোমাতেই আছি অজস্র কাল।
তুমি কি সে যাকে আমি রোজ স্বপ্নে দেখি,
যাকে পাবার জন্য দুবেলা মনের কোণে ছবি আঁকি।
তুমি কি সে যাকে কষ্টের ক্যানভাসে রোজ খুঁজে পাই,
তুমি কি সে যাকে পেয়ে বসেছে আমার মন।
তাই চাইছি আমি জনম জনম।