শিরোনাম: শূন্যতা
কলমে: সুজিত ঘোষ
এক বুক শূন্যতা অনুভব করি কেবলই
ভালোবাসার স্বপ্ন গুলো পালিয়ে গেছে
আমার হৃদয় হতে শূন্যতা দিয়ে উপহার
শূন্যতার বেড়াজালে ভালবাসা খুঁজে বেড়ায়।
বেঁচে থাকার আশা প্রায় মৃত আজ
অস্তিত্বে কোন উদ্দেশ্য খুঁজে পাই না
তোমায় হারিয়ে যেদিন পেয়েছি শূন্যতা
আশায় থাকি কাটবে শূন্যতা করি প্রতীক্ষা।
জীবনের চরম বাস্তবে কঠিন নিয়মে
জীবন শুধু অতিক্রম করছে কষ্টের সময়
তুমি ছিলে আমার অস্তিত্ব আমার ভালোবাসা
আমার আশা ভেঙ্গে দিলে শুধু উপহার শূন্যতা ।
আশা ভালবাসার বেড়াজালে নিঃস্ব আমি
এ বেদনা এমনি যা সইবার ক্ষমতা নেই
আমি নিঃস্ব সর্বস্বান্ত হয়ে তোমার পথ চেয়ে আছি
ফিরবে তুমি আমার জীবনের শূন্যতা কাটিয়ে ।
হারিয়ে যাওয়া ভালোবাসার খোঁজে
ক্লান্ত দেহ এবং অশ্রুসিক্ত দুচোখ আমার
জেগে থাকে প্রতিটি রাত তোমার খোঁজে
পাই না তোমাকে পেয়েছি শুধু শূন্যতা জীবনে।
শিরোনাম: সম্মান
কলমে: সুজিত ঘোষ
তারিখ:২১-১২ ২০২১
(মহান মুক্তিযুদ্দে লক্ষ লক্ষ বিরাঙ্গনা মা বোনদের সম্মানে লেখা এই কবিতা)
সখিনা,
কেমন আছো তুমি?
বোধ হয় ভালই আছো?
তোমার সন্তান কেমন আছে
মনে হয় বেশ বড় হয়ে গেছে তাই না?
সখিনা,
বোধ হয় তোমাকে সমাজ থেকে সমাজচ্যুত করেছে
তুমি তো আত্নহত্যা করতে চেয়েছিলে
আমি তা করতে দেইনি মনে হয় ভালই করেছিলাম
কিন্তু নিষ্ঠুর সমাজ তোমাকে মানতে পারছে না
বুঝার চেষ্টও করছে না এই পরিণিতির জন্য দায়ী কে? কারা?
সখিনা,
আমি তোমাকে স্বাগত জানাই
শত লাঞ্চনার মাঝেও শক্তভাবে টিকে আছ
কিন্তু এই নিষ্টুর সমাজ বুঝলনা য়ে,
৭১-এর পাক বাহিনীরা দায়ী
শুধু তুমি নও লক্ষ মা বোনের ইজ্জতের
বিনিময়ে এই স্বাধীন বাংলা I
সখিনা,
আমি এভাবেই বাংলার প্রতিটি মানুষকে
বুঝিয়ে দেব তোমার সম্মান সকলের উদ্বে
তুমি সব ভুলে মনে কর, আমি এক মা I
পরিশেষে ভাল থেকো, আবার লিখবো,
ধন্য তুমি, স্বাধীন বাংলার জননী I