প্রাকৃতিক জীবন
বেণুবর্ণা অধিকারী
জীবন চাহিদায় পথ খোঁজে গুহাবাসী মেয়ে
জলে স্থলে আকাশের বুকে
তন্ন তন্ন করে আবিস্কার করে সুগমতা
প্রকৃতি হারায় তার স্বাভাবিক সৌন্দর্য
বুদ্ধিমান মানুষের নির্মমতায়
ধ্বসে পড়ে সুবিন্যস্ততা
গড়ে ওঠে আধুনিকতা
ঘর হারায় প্রাণীকুল
বৃক্ষ জগতে হাহাকার রব
নদী হারায় তার গতিপথ
সভ্যতার আধুনিকায়নে
পৃথিবী বদলে যায়
ফিরে যেতে চায় আবার অরণ্যে গুহাবাসী মেয়ে।