Homeসাহিত্যপ্রত্যয়ী - কাজী জুবেরী মোস্তাক এর কবিতা

প্রত্যয়ী – কাজী জুবেরী মোস্তাক এর কবিতা

প্রত্যয়ী // কাজী জুবেরী মোস্তাক

পুরোনো চুক্তিটার মেয়াদ পেরিয়ে গেছে ,
তাই পাওয়া না পাওয়া জলাঞ্জলী দিয়ে
পথচলা শুরু নব উদ্যমের নতুন চুক্তিতে ৷

বেহায়ার মতো তাকিয়ে আছে সকালটা ,
এ যেনো প্রেয়সীর জন্য প্রিয়’র অপেক্ষা
আর মন ভোলানোর হরেক স্বপ্নের কথা ৷

পুরোনো চুক্তি ভেস্তে নতুন চু্ক্তি হয়েছে ,
স্বপ্ন আর সুখে’রা চাপা বাকির খোলসে
নব উদ্যমে সেও আজ খোলস ছাড়িয়ে ৷

নতুন দিনে নতুন সূর্যটাকে মাথায় নিয়ে ,
স্বপ্নগুলো ধরার প্রস্তুতি নতুন আঙ্গিকে
স্বপ্নগুলো সত্যি হবেই সব বাধা পেরিয়ে ৷

পুরোনো সূর্যতেই আলোকিত পূর্বাকাশ ,
তবুও সে সূর্যতে যেন নতুনত্বের আভাস
যে আলোয় আলোকিত স্বপ্নের আকাশ ৷

স্বপ্নরা আজ সফল হওয়ার নব প্রত্যয়ে ,
ঠিক কচ্ছপের মতোই খোলস ছাড়িয়ে
নব উদ্যমেই আজ দিয়েছে পা বাড়িয়ে ৷
#কাজীর_কথা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments