কি সব জীবন
দেবাশীষ সরকার
অর্গানিক পণ্য খোঁজার আড়ালে অর্গানিক বোধের যে জীবন ! তা ভুলে গেছি বহু যুগ আগের কোন এক স্পন্দনহীন রক্তজবা সকালে। প্রত্যাশা করি আর নাই করি, তরুণ যুবক প্রাণের কাছে ভাই সম্বোধনের প্রত্যাশায় যখন ডাক আসে চাচু, তখন নিজের দিকে একবার নতুন করে তাকাই, হৃদয়ের বয়স না বাড়লেও শরীরের ছাপ লুকাবে কোথায়!!
বোদ্ধা হৃদয় তবু নিজ ভাবনা জগতে ব্যস্ত নিজের মত, অরগানিক জীবন আসলে কেমন ? একবার ভাবুন তো গাছপালা দিয়ে বানানো আপনার কুটির, আপনার শরীর আচ্ছাদিত গাছপালার ছাল পাতা দিয়ে তৈরি পোশাকে, কোনও যানবাহন নেই, কোন বিদ্যুৎ নেই, নেই আধুনিক প্রযুক্তির কোন চিহ্ন। পেশীবহুল শরীরে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন কোন প্রাণীর প্রাণহীন দেহ। আধা পোড়া আধা কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, চোখেমুখে তবু কি তৃপ্ততা ! চোখ জুড়ে শান্তির ঘুম।