Homeগুরুত্বপূর্ণনাটোরে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান ও রেজিস্ট্রেশন উদ্বুদ্ধকরণ সভা

নাটোরে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান ও রেজিস্ট্রেশন উদ্বুদ্ধকরণ সভা

নাটোর নিউজ: ১২ থেকে ১৮ বছর বয়সী ছাত্র/ছাত্রীদের ভ্যাকসিন প্রদান সম্পর্কিত এক জরুরি পর্যালোচনা সভা আজ অনলাইন জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

জনাব শামীম আহমেদ, জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের সভাপতিত্বে উক্ত সভায় আরো অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিভিল সার্জন, জেলা শিক্ষা অফিসার, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় আগামী ৭ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন অনুযায়ী তালিকা প্রস্তুত করার এবং যাদের জন্ম নিবন্ধন নেই তাদের অতি দ্রুত নিবন্ধন সম্পন্ন করে তালিকায় অন্তর্ভূক্তির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments