নাটোর নিউজ: ‘মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা’ প্রতিপাদ্য বিষয়ে নাটোরে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আজ রোববার দুপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ১০টি উদ্যোগের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্যতম। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে এসব আর্থিক সহযোগিতা উপকারভোগীরা এখন ঘরে বসেই পাচ্ছেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাদিম সারওয়ার, জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র এবং অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।