নাটোর নিউজ গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুরের প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতামূলক সভা করেছে রাজশাহী বিভাগীয় বন অধিদপ্তর।
আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় বনবিভাগ অধিদপ্তর আয়োজিত ওই জনসচেতনতামূলক সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো.জিল্লুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান রোকসানা আক্তার, বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি অনার্স কলেজের প্রভাষক নাসরিন সুলতানা, প্রথম আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি, আনিসুর রহমান, যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি দিল মোহাম্মদসহ প্রমুখ।
এসময় বক্তরা, প্রকৃতির ভারসাম্যে বন্যপ্রাণীর অগ্রণীয় ভূমিকার কথা তুলে ধরেন। সভা শেষে পজেক্টরের মাধ্যমে বন্যপ্রাণী ধ্বংসের স্থিতচিত্র প্রদর্শন করা হয়। এসময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.আবু রাসেল. জনপ্রতিনিধি, সাংবাদিকগণ, পবিবেশকর্মী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।