শীতের ছড়া
লিপি চৌধুরী
মেঘ কেটে যায় শীতের আলো কুয়াশা চাদর ঢাকা
সকাল বেলায় ঘাসের মাথায় মুক্ত শিশির রেখা
শীত থরথর বিবর্ণ পাতা বিষন্ন সুরে গায়
দুপুর রোদে পিঠ পেতে মেয়ে কুলের আচার খায় ।
উত্তরে হাওয়া শনশন বয় দিনগুলো হয় ছোট্ট
দীর্ঘ রাতে কম্বল গায়ে শরীরে ওমের স্পর্শ
পিঠে পুলি নলেন গুড় রসনায় বড় তৃপ্তি
হরের রকম ফুলের বাহার ঝলমলে এই পৃথ্বী।
তবু শীতে চোখ ভেসে যায় ফুটপাত সংসারে
শীতের পোশাক গায়ে তাদের জোট না কোনো কালে।
রাতের বেলা ঘুম আসেনা জবুথবু শীতে
হাত সেঁকে নেয় জ্বালিয়ে কাঠ একটু আরাম পেতে।