Homeজেলাজুড়েসিংড়ায় নৌকা ৮, বিদ্রোহী ৪ বিজয়ী

সিংড়ায় নৌকা ৮, বিদ্রোহী ৪ বিজয়ী

নাটোর নিউজ: ৪র্থ ধাপের নির্বাচনে নাটোরের সিংড়া উপজেলায় নৌকা প্রতীকের ৬ জন এবং আ’লীগের বিদ্রোহী ৪ জন প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এর আগে আ’লীগ দলীয় ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেন। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। উপজেলার ১২টি ইউনিয়নে ২ লক্ষ ৭৩ হাজার ৭২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে সুকাশ ইউনিয়নে এড. মোফাজ্জল হোসেন মোফা (নৌকা), ডাহিয়া ইউনিয়নে মামুন সিরাজুল মজিদ (নৌকা), ইটালিতে আরিফুল ইসলাম (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কলম ইউনিয়নে মইনুল হক চুনু (বিদ্রোহী), চামারী ইউনিয়নে হাবিবুর রহমান স্বপন মোল্লা (বিদ্রোহী), হাতিয়ান্দহতে মোস্তাকুর রহমান চঞ্চল (নৌকা), লালোরে একরামুল হক শুভ (বিদ্রোহী), শেরকোল ইউনিয়নে লুৎফুল হাবিব রুবেল (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তাজপুরে মিনহাজ উদ্দিন (নৌকা), চৌগ্রামে জাহেদুল ইসলাম ভোলা (নৌকা), ছাতারদিঘী ইউনিয়নে আব্দুর রউফ বাদশা (নৌকা) এবং রামানন্দ খাজুরা ইউনিয়নে জাকির হোসেন (বিদ্রোহী) প্রার্থী জয়লাভ করেছেন। রবিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলা অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন স্ব-স্ব- রিটার্নিং কর্মকর্তা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা কোনোরকম বাধা ছাড়া ভোট দিতে পেরেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু পরিবেশে নির্বাচন হওয়ায় সকলে সন্তুষ্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments