Homeজেলাজুড়েনাটোরে প্রতীক পাওয়ার আগেই পোস্টারে পোস্টারে সয়লাব 

নাটোরে প্রতীক পাওয়ার আগেই পোস্টারে পোস্টারে সয়লাব 

নাটোর নিউজ: প্রতীক পাওয়ার আগেই পোস্টারে পোস্টারে সয়লাব নাটোর পৌরসভার অধীন বিভিন্ন বাড়ির দেয়াল। ভোট চাইতে প্রতিক বরাদ্দের আগেই বিভিন্ন বাড়ি ও অফিসের দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার। এতে আচরণ বিধি লঙ্ঘন হওয়াসহ প্রচন্ড বিরক্ত এবং বিব্রত হয়েছেন নাগরিকরা। আগামী ২৭ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ ডিসেম্বর মঙ্গলবার প্রতীক বরাদ্দ হওয়ার কথা রয়েছে।

নামে প্রকাশে অনিচ্ছুক অনেক নাগরিক বিরক্তি প্রকাশ করে জানান, দেশে তো আইন আছে, তার প্রয়োগ কোথায়?

আরো একজন জানান, প্রতিক বরাদ্দের আগেই প্রার্থীদের এতো পোস্টার সাঁটানো এবং দেয়ালে সাঁটানোয় যে আইন লঙ্ঘন হয়েছে, নির্বাচন অফিস তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্ৰহণ করবে? প্রতিক বরাদ্দের আগেই মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের হাজার হাজার পোস্টার ছাপানো এবং তা দেয়ালে লাগালেও নির্বাচনের দায়িত্বে থাকা কোন কর্মকর্তার কোন ব্যবস্থা নেয়ার ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আছলাম বলেন, যে সকল প্রার্থী দেয়ালে আগাম পোস্টার লাগিয়েছেন তাদের আগামীকাল ২৬ ডিসেম্বর সকালের মধ্যেই তা অপসারণের নির্দেশ দিয়েছেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments