স্টাফ রিপোর্টার, নাটোর: বর্ণাঢ্য রেলি শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে নাটোর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য রেলি ও শোভাযাত্রা বের হয়।
শুভ দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এলাকায় গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। নাটোর মুক্তিযোদ্ধা সংসদ, নাটোর মুক্তিযোদ্ধা কমান্ডার ফোরাম অ্যাসোসিয়েশন ও নাটোর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এই আলোচনা সভায় ডিভাইসটির স্মৃতি রোমান্থন ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
এসময় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা হানাদার মুক্ত হলেও নাটোর মুক্ত হয় ২১ ডিসেম্বর। স্থানীয়ভাবে নানা আয়োজনে দিনটিকে পালন করা হলেও সরকারি এবং প্রশাসনিকভাবে এখনো দিনটিকে পালন করা হয় না। স্থানীয়দের দাবি দিনটিকে সরকারি ভাবে পালনের।