Homeসাহিত্যআক্ষরিক অর্থে নেবেন না জাকির তালুকদার

আক্ষরিক অর্থে নেবেন না জাকির তালুকদার

সিপিবি ১০ জন। ওয়ার্কার্স পার্টি ৫ জন। অন্য গোটা কুড়ি ফ্র্যাকশন মিলে ৩ জন। উমর ভাইয়ের পার্টি জনগণনার বাইরে। কমিউনিস্ট কর্মী সংঘ গত ৩০ বছরে ভূমিষ্ঠই হতে পারল না।

সিপিবি একসময় নৌকার মাঝির হেল্পার হিসাবে চাকুরি করেছে। এখন অন্যরা আরো নীচুপদে নিয়োজিত।

সেইসাথে বিষোদ্গার– অমুক অমুক দল তো মার্কসবাদই বোঝে না।

কেউ কেউ মার্কস উদ্ধৃত করে প্রমাণ করতে চেষ্টা করেন– এখন নৌকার গুণ টেনে বা পানি সেঁচে মুক্তবাজার পুঁজিবাদের বিকাশ ঘটানোই মার্কসবাদীর একমাত্র কর্তব্য।

কেউ কেউ যে কোনো ইস্যুতে নৌকা ডোবানোকেই বলেন মার্কসবাদীদের প্রধান কাজ।

 

আমি তাত্ত্বিক নই। সাহিত্যিকের নৈতিকতা থেকে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানো একজন কলম-মজুর মাত্র। এটুকুই শুধু বুঝি যে জনগণের ভোট পাওয়া জনবিরোধী দলের হয়ে তাত্ত্বিক সাফাই গাওয়ার অধিকার মার্কস আমাদের দেননি।

এদেশের তাত্ত্বিকদের উদ্দেশ্যে করজোড়ে বলি– মার্কসবাদের নামে এই নৈরাজ্য বন্ধ করুন। নইলে কবর থেকে উঠে এসে মার্কস-কে আবার বলতে হবে– ‘ভাগ্যিস আমি মার্কসবাদী নই।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments