স্টাফ রিপোর্টার, নাটোর : নাটোরে রাত ব্যাপী বাউল ও পালাগান শুনতে মানুষের ঢল নেমেছিল সদর উপজেলার বড়হরিশপুরের রাজিবপুর এলাকায়।
গত রাতে রাজিবপুর গ্রামের আব্বাস উদ্দিনের বাড়িতে ৪২ তম ওরশ মোবারক উপলক্ষে প্রথমে শুরু হয় বাউল গানের আসর। এতে বাউল শিল্পীরা লালনসহ ভক্তিমূলক গান পরিবেশন করেন।
পরে পালাগানে অংশ নেন সিরাগঞ্জের মনির সরকার ও কুষ্টিয়ার আয়েশা সরকার। তারা যুক্তি তর্ক আর সুরের মূর্ছনায় সারারাত মাতিয়ে রাখেন আগত ভক্ত ও দর্শকদের। আজ ভোরে শেষ হয় যুক্তিতর্কের পালা আর সুর সঙ্গীতের পরিবেশনার।