বাগাতিপাড়া চাঁদপুর বিএম কলেজে বুদ্ধিজীবী দিবস পালিত
বাগাতিপাড়, নাটোর নিউজ:
নাটোরের বাগাতিপাড়ায় চাঁদপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’ এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কলেজের হল রুমে দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে ও ভোকেশনাল শাখায় শিক্ষক আব্দুল গনি মন্ডল এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রভাষক আতাউর রহমান, প্রভাষক দেবাশীষ কুমার সরকার, প্রাক্তন ছাত্র জাকারিয়া হোসেন সহ অন্যান্যরা।
কলেজ অধ্যক্ষ মকবুল হোসেন তার মূল বক্তব্যে বলেন, বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে আমাদের মেরুদন্ড ভেঙ্গে ফেলা হয়েছিল। আমাদের দেশে যেভাবে এগিয়ে যাবার কথা ছিল তা আজো এগিয়ে যায় নি। তবে আমরা এখন পর্যন্ত যা অর্জন করেছি তা একেবারে কম নয়। আমরা আমাদের অবস্থান থেকে নিজেদের কর্তব্য যথাযথ পালনের মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারি। এ সময় তিনি দল মত ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলেজের অন্যতম সিনিয়র স্টাফ নবীর উদ্দিন।