আসুন সবাই আসপিয়ার জন্য আওয়াজ তুলি
পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য বরিশাল বিভাগে মেধা তালিকায় পঞ্চম হয়েছে আসপিয়া। কিন্তু তার চাকরি হবে না। কেন হবে না? কারণ সে ভূমিহীন। অন্যের জমিতে আশ্রিত। শুধু এই কারণে চাকরি থেকে বঞ্চিত হলো আসপিয়া। এ কেমন আইন? বড় অমানবিক।
জমি না থাকা আসপিয়ার অপরাধ নয়। এর জন্য সে দায়ী নয়। সে এ দেশের নাগরিক, সে প্রমাণ করেছে সে মেধাবী—এ দুটিই তার বড় যোগ্যতা। চাকরি পাওয়া তার অধিকার। মানবিক বিবেচনায় আইন সংশোধন করে তাকে চাকরি দেয়া হোক। আইন মানুষের জন্যই। মানুষের কল্যাণে আইন সংশোধন অবশ্যই করা যায়।
Swakrito Noman