নাটোর নিউজ: নারী স্বাধীনতা ও নারীর ক্ষমতায়নের জন্য আজীবন যুদ্ধ করে গেছেন মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন উল্লেখ করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ বলেন, সেই আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের দিকে বিশেষ গুরুত্বারোপ করেছে। শুধু তাই নয় নারী শিক্ষা নিশ্চিত করতে সরকারের যথাযথ পদক্ষেপ প্রশংসার দাবিদার। আর সরকারের এই নীতি বাস্তবায়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আজ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন। সভায় তিনি আরো বলেন, নারী জাগরণের পথিকৃৎ মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনাদর্শ মেনে নারী অধিকারের এবং নারীদের সেবার অগ্রদূত হবে তোমরা এটাই তোমাদের প্রতি আমাদের চাওয়া।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোঃ সাজেদুর রহমান খান, প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সুধী সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।