নাটোর নিউজ সিংড়া: আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের পরে গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করেছে প্রার্থীরা। নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা হতে রাত ১০টা পর্যন্ত উপজেলার বাহাদুরপুর, সোনাপুর, ভেজালের মোড়, হোলাইগাড়ী ও বিলদহর বাজারে ৫ শতাধিক মোটরসাইকেল ও ভ্যানগাড়িতে প্রায় দেড় হাজার নেতাকর্মী নিয়ে তিনি এ গণসংযোগ করেন। এসময় চশমা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
কান্নাজড়িত কন্ঠে এনামুল হক বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বিগত চেয়ারম্যান ইউনিয়নবাসীর প্রত্যাশিত উন্নয়ন করতে ব্যর্থ হওয়ায় ভোটাররা ক্ষুব্ধ। বঙ্গবন্ধুর আদর্শে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সাথে তাল মিলিয়ে ইউনিয়ন পর্যায়ে প্রত্যাশিত উন্নয়ন করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এ কারণে ইউনিয়নের সকল জনগণের মূল্যবান ভোট প্রার্থনা করছি। জনগণের চাহিদা পূরণে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। প্রশাসনের কাছে সুষ্ঠু পরিবেশে ভোট দেয়ার দাবি জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জালাল উদ্দিন সরদার, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক মন্টু, সাংস্কৃতিক সম্পাদক আঃ সালাম, ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, যুবলীগ নেতা রেজভী আহমেদ রকি, মঞ্জু আহমেদ, আবুল কালাম, আশরাফুল ইসলাম প্রমুখ।