১ম শ্রেণী হতে ৯ম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি
স্টাফ রিপোর্টার নাটোর:
নাটোরের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলোর ভর্তির আবেদন করার সময় বৃদ্ধি করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নাটোরের জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন জানান, দেশের বিভিন্ন প্রান্তের অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী ১০ ই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলোর জন্য ১৬ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয় ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলোতে ১৯ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে।