স্টাফ রিপোর্টার,নাটোর:নেদারল্যান্ড এর আর্থিক ও কারিগরি সহায়তায় চলনবিল উন্নয়নে ২০০ বিলিয়ন ডলারের মহাপরিকল্পনা গ্রহন করা হয়েছে। এ বিষয়ে আজ এক সংলাপ অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার শরীফ শাওন জানান, চলনবিলকে ব-দ্বীপ পরিকল্পনায় অন্তর্ভূক্তির বিষয়ে নাটোরে সংশ্লিষ্ট অংশীজন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সংলাপে ব-দ্বীপ পরিকল্পনার উপ প্রকল্প পরিচালক মির্জা মোঃ মহিউদ্দিন বলেন,ব-দ্বীপ পরিকল্পনা২১০০একটি দীর্ঘমেয়াদী,সমন্বিত ও সামষ্টিক পরিকল্পনা-যা পানি-সম্পদ ব্যবস্থাপনা,জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলো বিবেচনা করে বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নকে সহায়তার জন্য প্রণয়ন করা হচ্ছে।এই পরিকল্পনায় একটি অংশ দেশের জলাভূমি।২০০ বিলিয়ন ডলারের এই পরিকল্পনার ৮০টি প্রকল্পের মধ্যে চলনবিলকে অন্তর্ভূক্তকরণে সমীক্ষা কার্যক্রম চলছে। নেদারল্যান্ড এ ব্যাপারে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে।
সংলাপে তিনটি জেলার ১০টি উপজেলা জুড়ে বিস্তৃত চলনবিলের ২০ লাখ মানুষের জীবন ও জীবিকা বিষয়ে পাওয়ার পয়েন্টে তথ্যচিত্র উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার শরীফ শাওন ।ব-দ্বীপ পরিকল্পনায় চলনবিল অংশের পরিকল্পনা প্রস্তাবনা সভায় অতিরিক্ত সচিব নজরুল ইসলামসহ নেদারল্যান্ডের প্রতিনিধি মার্টিন,মরিস বচম্যান,আর্নাল,মিস রোজ ও লায়লা এছাড়া বাংলাদেশ ডেল্টা প্লান প্রক্লপের ডেপুটি ডিরেক্টর মির্জা মহিউদ্দীন,নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান,জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,স্থানীয় নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধি সমাঝের প্রতিনিধিরা সভায় অংশ নেন।বক্তারা বলেন,চলনবিলকে ডেল্টা প্লান প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে।ক্ষতিগ্রস্ত চলনবিলকে পুনরুদ্ধারের জন্য একশো বছরের পরিকল্পনায় ৮০টি প্লান গ্রহণ করা হয়েছে।