Homeসাহিত্যলকডাউনের কাব্য - নাজিম শাহ্‌রীয়ার এর কবিতা

লকডাউনের কাব্য – নাজিম শাহ্‌রীয়ার এর কবিতা

লকডাউনের কাব্য

নাজিম শাহ্‌রীয়ার

কখনো বৈশাখ কখনো জ্যৈষ্ঠ
কখনো আষাঢ় কখনো শ্রাবণ,
কখনো শীত,কখনোবা বসন্তে,আমাদের
দিন গুলি ঋতুর তুমুল ঝংকারে
বারংবার বেজেছে সময়ের সেতারে !
অথচ কোনদিন বলোনি তুমি,
আমাকে নিয়ে একটি কবিতা লেখো !

আমার কবিতাগুলি এখন ঘরমুখো,ঘরবন্দী,
আমার কবিতাগুলি যেন ক্ষুধার্ত মানুষ,
করোনার কবলে পরে হারিয়েছে প্রেমের পরম পুঙ্‌ক্তি,
লকডাউন,সকল উপমা, সকল অনুপ্রাস প্রতিদিন করছে গ্রাস !

যদি বাঁচি, কোনদিন তোমাকে নিয়েই লিখবো আমি
তোমাকে নিয়েই হবে আমার আবার কবিতার আষাঢ় !
আর, তুমিই হবে আমার সমস্ত কবিতার রঙধনু রঙ !

( একদিন আমরাও…… ছবিঃ জাতিসঙ্ঘ শিশু পার্কে )

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments