Homeসাহিত্যআমার প্রথম নামাজ - রহমান হেনরী'র কবিতা

আমার প্রথম নামাজ – রহমান হেনরী’র কবিতা

আমার প্রথম নামাজ – রহমান হেনরী

কষ্ট দিতে চাইনি; বরং তোমার শ্রমলাঘবে
সংকল্পবদ্ধ ছিলাম। ফলে তো, রূহ্-আমাকে
যখন একটা দেহকাঠামো পরানো হচ্ছিলো—
আমি সিজদায় পড়ে গেলাম;

জায়মান আমি মিনতি করলাম: ও জগদসমূহের
মালিক, ও বিশ্বজাহানের রব, করুণা করুন,
এই দাসকে আপনি আদমজাদা রূপে পাঠাচ্ছেন—
কিন্তু আমি তো আমার নই; —এবং আপনার রায়
এটাই যে, প্রতিটি আদমের জন্যই হাওয়া থাকবে;

আপনি এ হৃদয়কে তাপসহ কাচের করে দিন
আর সেই কাচ হোক কোমল হাতের পক্ষে, খুব
নিরাপদ অথচ চূড়ান্ত ভঙ্গুর; সেই হাওয়া যেন
আমার হৃদয়কে সহজেই ভাঙতে পারে; কিন্তু
তাকে কোনও রক্তপাতের যাতনা সইতে না হয়

সুবহানাতা’লা বললেন: ‘‘মঞ্জুর!’’ [আলহামদুলিল্লাহ]
এবং সেটাকে তিনি— একটা জায়নামাজ বানালেন!
.
.
#আমার_প্রথম_নামাজ
.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments