সরকারের মহতী উদ্যোগ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে জেলা প্রশাসন- ডিসি শামীম আহমেদ
স্টাফ রিপোর্টার নাটোর নিউজ
জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ বলেছেন, বাংলাদেশ সরকারের সকল ধরনের মহতী উদ্যোগ বাস্তবায়নে নিরলসভাবে নিয়োজিত রয়েছে জেলা প্রশাসন। শুধু করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে নয় সব সময়েই সরকারের মূল নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।নাটোরে বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় সরকারী কর্মচারীদের মৃত্যুবরণ জনিত আড়াই কোটি টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা প্রশাসক। এ সময় তিনি আরো বলেন, এটি সরকারের একটি মহৎ উদ্যোগ। এই টাকার মাধ্যমে মৃত্যুবরণকারীর পরিবার আর্থিকভাবে স্বচ্ছলতার সুযোগ পাবে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ারের সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীদের স্বজনদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ।
অনুষ্ঠানে ২৮ জন কর্মচারীকে ৮লাখ টাকা করে ২ জনকে ৫ লাখ টাকা করে এবং ৪ জনকে ৪ লাখ টাকা করে মোট আড়াই কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।