উপত্যকায়
দেবেশ ঠাকুর
সব বুকেরই উপত্যকায় মেঘের ছায়া ভরা শ্রাবণ
একটু বাদল ছোঁয়ার আশায় সকল মায়া অনুধাবন
ছায়ার নীচে ক্লান্ত পথিক , পান্থশালা বসতে পারো
উল্কা ছোঁয়া আগুন পোড়া বর্ণমালা খসতে পারো
বুকের মধ্যে উপত্যকায় আস্ত নগর আর্য যুগের
গড়া ভাঙা , ভাঙা গড়ার মস্ত রগড় কার হুজুগের।
বুকের মধ্যে হিমশৈল বরফ গলে সমুদ্র হয়
কলম্বাসের কম্পাসহীন জাহাজ চলে বিশ্ববিজয়
ফের কখনো অগ্নিগিরি লাভার স্রোতে লঙ্কা পোড়ে
লজ্জাবতী ঘর ছেড়ে যায় বেইজ্জতে এক কাপড়ে
তোমার বুকের উপত্যকায় মৃত্যু গহন বাঘের থাবা
সরীসৃ্পের খোলস ছেড়ে শৈত্যদহন হলুদ লাভা
বন পোড়ে আর মন পোড়ে আর বসত পোড়ে হাজার হাজার
সে দহন আর থামবে কীসে? কোন ওজরে দুঃখী রাজার।
বুকের মধ্যে স্বদেশ জাগে প্রবল প্রেমে প্রবল দাহে
কাল এখানে কালনাগিনী থেমেই আছে নিরুৎসাহে।