Homeসাহিত্যমহাসড়ক হৃদয় - কাজী মোহিনী ইসলাম এর কবিতা

মহাসড়ক হৃদয় – কাজী মোহিনী ইসলাম এর কবিতা

মহাসড়ক হৃদয়
কাজী মোহিনী ইসলাম

এক দীর্ঘ মহাসড়ক হৃদয় তোমাকে দিলাম
ঐতিহ্য আর ঐশর্যময় এ সড়ক
তোমাকে নিয়ে যাবে নির্জন এভারেস্টের শেষ প্রান্তে
যেখানে তোমারই লক্ষ-কোটি প্রতিবিম্ব
তোমার জন্যই অপেক্ষমান।

তবে আর দেরি কেন, কেন এই অন্তর্মুখী দ্বিধাগ্রস্ত পায়ে হাঁটা?
কোথায় সে উদ্দীপনাময় সচিত্র গন্তব্য তোমার?
বিশুদ্ধ বাতাসে পা রেখে নক্ষত্রের দিকে ছুটে চলার আলোড়নে
বাতাসেও বেজে ওঠুক কীর্তন, ঝাঁজ, করতাল ও মৃদঙ্গ;
ধ্রপদ খেয়াল উঠুক বেজে বিলম্বিত ও দ্রত লয়ে
একে একে জেগে উঠ‚ক বেল হোভেন, সোপানের সিম্ফনী ঝড়
বিস্তার থেকে বিস্তারে…

তারপর সপ্ত স্বরের শুদ্ধতায় যদি
মধ্যাহ্ন নিদ্রায় নিমগ্ন প্রেয়সীর নাচে হৃদয়
তবে নাচুক তুমুল, ভাঙুক নির্জনতা দীর্ঘ বনবাসের!
কেননা, এই একটি মুহুর্তের অপেক্ষায়
জ্বরাক্রান্ত হৃদয়ে বহুকাল স্বপ্নের ভেতর
হেঁটেছি নক্ষত্রের ছায়াময় উপত্যকায়
মানুষের মুখের নিবিড় বলিরেখার মতো দৃষ্টি ও দর্শনে
মৃত্যুর অধিক নিরবতায়…!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments