Homeজেলাজুড়েহালতি বিলে পানি প্রবাহ বন্ধ করে ফসল ও মাছের ক্ষতি করলে কঠোর...

হালতি বিলে পানি প্রবাহ বন্ধ করে ফসল ও মাছের ক্ষতি করলে কঠোর ব্যবস্থা- এসপি লিটন

হালতি বিলে পানি প্রবাহ বন্ধ করে ফসল ও মাছের ক্ষতি করলে কঠোর ব্যবস্থা- এসপি লিটন

স্টাফ রিপোর্টার, নাটোর নিউজ:
নাটোরের নলডাঙ্গা হালতির বিলের পানি প্রবাহ বন্ধ করে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি আজ নাটোর নিউজ ২৪ এর প্রতিবেদক এর সঙ্গে একান্ত কথোপকথনের সময় এসব কথা বলেন।

মিস্টার সাহা জানান, নলডাঙ্গা থানার হালতি বিল ও আত্রাই নদীর সংযোগস্হলে, তালাই এবং বাঁশের খুঁটি লাগিয়ে, পানির প্রবাহ বন্ধ করে, সুতি জাল দিয়ে, মাছ মারার ধরার চেষ্টা করেছিল কিছু অসাধু লোকজন। গত ৩ দিনের বিশেষ অভিযান পরিচালনা করে নলডাঙ্গা থানা পুলিশ সেটা অপসারণ করে, পানির স্বাভাবিক প্রবাহ চালু করতে সক্ষম হয়। এতে দ্রুত গতিতে বিলের পানি নেমে যাওয়ায়, ওই অঞ্চলের কৃষকরা তাড়াতাড়ি চাষাবাদে ফিরতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তাছাড়া সোতী জাল দিয়ে মাছ শিকার করলে ছোট থেকে বড় সব ধরনের মাছ ছেঁকে তুলে নেয় জেলেরা। এর ফলে বেশ কিছু প্রজাতির মাছ একেবারে ধ্বংস হয়ে যেতে পারে।

এসপি লিটন কুমার সাহা আরো জানান, স্থানীয়রা আমাদের কাছে হালতি বিলের আর কোথাও যদি এমন পানির প্রবাহ বন্ধ কেউ করেন,তাহলে ওসি নলডাঙ্গা থানা নাটোর এর সরকারি মোবাইল নম্বর ০১৩২০-১২৪৭৩০ এ ফোন দিয়ে জানাবেন। তথ্য প্রদানকারী পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments