নাটোর রাজবাড়ি আধুনিক পার্কে রূপান্তরিত করতে আসছে নতুন নতুন রাইড- ডিসি শামীম আহমেদ
স্টাফ রিপোর্টার, নাটরে নিউজ:
নাটোরের রানী ভবানী রাজবাড়ি কেন্দ্রীয় উদ্যান যুব পার্কটিকে একটি আধুনিক সুবিধা সম্বলিত পার্ক হিসেবে রূপান্তরিত করা হবে। চলতি শীত মৌসুমে যদি করোনা সংক্রমণ বৃদ্ধি না পায় তাহলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ী ও পার্ক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া এই রাজবাড়ীর সকল ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতত্ত্ব অক্ষুন্ন রেখে পার্কটিকে আকর্ষণীয় করতে আনা হচ্ছে নতুন নতুন রাইড। আজ রবিবার দুপুরে নাটোর রানী ভবানী রাজবাড়ী কেন্দ্রীয় উদ্যান (যুবপার্ক) ব্যবস্থাপনা কমিটির সভায় আনন্দ ভবনে এ মন্তব্য করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ।
এসময় তিনি আরো বলেন সরকারের উচ্চ পর্যায়ে পার্ক পুনর্গঠন ও সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। তাছাড়া জেলা প্রশাসনের তহবিল থেকে পার্ক উন্নয়নের কাজ চলমান রয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে নাটোরের মেয়র উমা চৌধুরী জলি সহ পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি পার্ক এলাকার রাস্তাঘাট উন্নয়ন, পিকনিক স্পটের রান্নাঘর বাথরুম সহ যাবতীয় সব কিছু আকর্ষণীয় করতে মেরামত কার্যক্রম চালানো হবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন।