Homeজেলাজুড়েনাটোরে তিনশো বছরের ঐতিহ্যবাহী মীর্জাপুরদীঘা কালী পূজা

নাটোরে তিনশো বছরের ঐতিহ্যবাহী মীর্জাপুরদীঘা কালী পূজা

নাটোরে তিনশো বছরের ঐতিহ্যবাহী মীর্জাপুরদীঘা রীঁ শ্রীশ্রী কালীমাতার পূজা উদ্বোধন

নাটোর নিউজ:
সাম্প্রদায়িক অপশক্তির বির“দ্ধে ঐক্যবদ্ধভাবে র“খে দাঁড়াতে আলোক প্রজ্বলনের মাধ্যমে তিনশো বছরের ঐতিহ্যবাহী নাটোরের নলডাঙ্গা উপজেলার মীর্জাপুরদীঘা রীঁ শ্রীশ্রী কালীমাতার তিনদিনব্যাপী পূজার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর)রাত ৯ টায় মীর্জাপুরদীঘা কালীমন্দিরে পূজার উদ্বোধন করেন পাার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আশিষ কুমার সাহা । এ সময় আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবিকা বাসন্তী রানী সাহা,মীর্জাপুরদীঘা রীঁ শ্রীশ্রী কালীমাতার মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার ঘোষ,সাধারণ সম্পাদক পুতুল কুমার ঘোষ,গণমাধ্যমকর্মী নাসিম উদ্দীন নাসিম ।
মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার ঘোষ জানান,তিনশো বছরের ঐতিহ্যবাহী কালীমাতার পূজা প্রতিবারের ন্যায় এবারও তিনদিনব্যাপী পালিত হবে ।

প্রতিদিন অন্ততপক্ষে ১০ হাজার ভক্তের সমাগম ঘটবে । মায়ের ভক্তদের নিয়ে পুষ্পাঞ্জলী অনুষ্ঠিত হবে ।প্রতিদিন মায়ের পূজা উপলক্ষে বলিদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবেএবং সকালে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে পূজার আনুষ্ঠানিকতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments